James Derulo's

Portfolio

অনেক দিনের সখ আমি ম্যাক OS ব্যাবহার করবো কিন্তু ব্যাবহার করা হয় নি। কেন জানেন? কারন আমার কম্পিউটার নরমাল। বাজার থেকে একটা ম্যাক এর DISK কিনলাম কিন্তু পিসি তো সেটআপ নেয় না। টাকা টাই গেল জলে। পরে ভাবলাম ম্যাক দিলে কি লাভ ওর সফটওয়্যার কই পাব তার চেয়ে উইন্ডোজ ই ভাল। নাই মামার চেয়ে কানা মামা ভাল এই এর কি? উইন্ডোজ ব্যাবহার করি অনেক দিন। কিছু দিন আগে টেকটিউনস এ এক ভাই বললেন বায়স অ নাকি সেটআপ করতে হয়। তা ও পারি নি। ম্যাক এর ভুত এবার মাথায় চাপল। এবার হেল্প নিলাম গুগল এর। গুগল কিন্তু আমাকে নিরাশ করে নি। পেয়ে গালাম Mac Transformation Pack for Windows এখন আমি ব্যাবহার করি ম্যাক। অল উইন্ডোজ সফটওয়্যার ও চলে। কোন প্রব্লেম নাই। সফটওয়্যার টা মাত্র ৬৩mb. তাই যদি আপনি চান তো ব্যাবহার করতে পারেন।
Adobe xả cảng cho phép tải miễn phí Photoshop CS2 bản quyền





কয়েকটি স্ক্রীনশট দেখে নিনঃ
mac os,
Shortcut Bar
mac os,
Menu bar
উমার (রা) নিজেস্ব ইবাদাতের হিসাব নিকাশ রাখতেন যাতে কিয়ামতের দিন নিজের বিচার কি হবে এর সম্পর্কে ভাল ধারণা রাখার জন্য। আর একটা হাদীসও আছে "ধ্বংস তার জন্য ,যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলো না" , কিন্তু কিভাবে বুঝবো আজকের দিন ভাল হচ্ছে গত কালের থেকে যদি প্রতিদিন হিসাব না রাখি? এর জন্য চমৎকার একটি সফটওয়্যার পেয়েছি নাম ibadah Evaluation

https://play.google.com/store/apps/details?id=com.bi.mutabaah&feature=search_result#?t=W251bGwsMSwyLDEsImNvbS5iaS5tdXRhYmFhaCJd


ই সফটওয়্যার এ রেডিমেইড কিছু লিস্ট তৈরী করা আছে যেমন ফযরের নামায হয়েছে কিনা, জামাতের সাথে কয় ওয়াক্ত হয়েছে, কুরআন কত পৃষ্ঠা পড়া হয়েছে, জিকির করা হয়েছে কিনা ইত্যাদি। এ



কিন্তু সবচেয়ে ভাল দিক এই সফটওয়্যারটির হল খুবই কাস্টোমাইজেবল। এই ডিফোল্ট লিস্টের বাইরেও আপনি ইচ্ছা মত নিজের মত করে আরো কিছু যোগ করতে পারবেন। যেমন আমি যোগ করেছি হাদীস কয়টি পড়া হয়েছে, ইসলামি জ্ঞান বৃদ্ধি হয়েছে কিনা ইত্যাদি। আমি একটি দেখিয়ে দিই কেমনে আপনারা লিস্টে নুতন কিছু যোগ করবে। যেমন হাদীস পড়াটা।
প্রথমে মেনু থেকে edit form এ যান।




এর পর সবুজ রং এর + চিহ্নটিতে যান।


এর পর এইরকম এইটি ফর্ম আসবে।


Name এর জায়গায় Hadith লিখুন ইংরেজী বাংলায় আপনার যা ইচ্ছা


আর দু ধরণের টাইপ দেখছেন Yes/No আর Fill Number। আমি যেটা চাই হাদীসের ব্যাপারে দিনে কত গুলো পড়ছি তার হিসাব রাখতে। আর টার্গেট থাকবে ৫ টি পড়তে দিনে। ঐভাবে লিখে save করুন।




ইতো হয়ে গেল আপনার ফর্মে নুতন একটি লিস্ট যোগ হল। এ



ইভাবে করে আপনি আরো কিছু যোগ করতে পারবেন লিস্ট এ।


এআরো মজার জিনিস হল, এই সফটওয়্যার এ রিমান্ডার সেট করা যায়। মেনুতে গিয়ে setting এ যান। দেখবেন set reminder একটি option আছে। দিনের যে কোন একটা টাইম সেট করে দিতে পারবেন ঐ সময় আপনার নটিফিকেশন আসবে ফর্ম ফিলআপ করার জন্য।





আর ইবাদাত কাউকে দেখানোর জন্য নয়। তাই পাসওয়ার্ড দেওয়ার ব্যবস্থা আছে এই সফটওয়্যার এ। আর আপনি চাইলে আপনার evalution form সেভ করে রাখতে পারেন। এর জন্য আপনার মেইলটা সেট করে নিন।





আর কি রকম গেল সপ্তাহ, মাস তা দেখার জন্য statistics একটা option আছে। ঐখানে আপনি daily, weekly আর monthly কি অবস্থা আপনার তা দেখতে পারবে। আপনার টার্গেট কত ছিল আর কত করতে পারছেন তা % আকারে দেখাবে।